শ্রীলঙ্কাকে পূর্বে ফিরাতে দায়িত্ব পাওয়া সেই রনিল কে

ডেস্ক নিউজ ঃ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কায় সরকার হটাতে গণবিক্ষোভ চলছে কয়েক মাস ধরে। গণবিক্ষোভের মুখে গত সোমবার পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। এরপর নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত জানা গেছে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে টালমাটাল দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা রনিল বিক্রমাসিংহে।

ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ৭৩ বছর বয়সী রনিল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শপথ নেবেন বলে জানিয়েছে তার দল।

দ্বীপরাষ্ট্রটির পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের জন্ম রাজনৈতিক পরিবারে, ১৯৪৯ সালের ২৪ মার্চ। রনিল সিলন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি নিয়েছেন।

সত্তরের দশকের মাঝামাঝিতে ইউএনপির রাজনীতিতে যোগ দেন তিনি। সেসময় তিনি কেলানিয়া নির্বাচনী এলাকায় প্রধান সংগঠকের দায়িত্ব পালন করেন।

১৯৭৭ সালে প্রথমবারের মতো দেশটির সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

সাবেক রাষ্ট্রপতি জুনিয়াস রিচার্ড জয়েবর্ধনের ভাইপো তিনি। জয়াবর্ধনের নতুন সরকার গঠিত হলে পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী হন তিনি। এরপর যুব ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পান। তিনি সবচেয়ে কম বয়সী হিসেবে যুব মন্ত্রণালয়ের দায়িত্ব নেন। পরে শিক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

প্রেসিডেন্ট রানাসিংহে প্রেমাদাসার সরকারে শ্রমমন্ত্রী ছিলেন তিনি।

১৯৯৩ সালে প্রেসিডেন্ট প্রেমাদাসাকে হত্যা করা হলে সেসময়কার প্রধানমন্ত্রী ডি বি উইজেতুঙ্গা প্রেসিডেন্টের দায়িত্ব নেন। আর উইজেতুঙ্গার প্রধানমন্ত্রীর পদে স্থলাভিষিক্ত হন রনিল বিক্রমাসিংহে।

১৯৯৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চলাকালে গামিনী দিশানায়েক হত্যাকাণ্ডের পর ওই বছরের নভেম্বরে রনিলকে বিরোধী দলীয় নেতা নির্বাচিত করা হয়।

২০১৫ সালের ৮ জানুয়ারি দেশটির প্রেসিডেন্ট মৈত্রীপাল সিরিসেনা তাকে ফের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

২০১৫ সালের সংসদীয় নির্বাচনে বিক্রমাসিংহের দলীয় জোট ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্ট ফর গুড গভর্ন্যান্স ১০৬ আসন লাভ করে। কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভে ব্যর্থ হওয়ায় শ্রীলঙ্কা ফ্রিডম পার্টির ৩৫ সদস্যকে নিজ মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করে প্রধানমন্ত্রী হিসেবে ফের নির্বাচিত হন।

কিন্তু ২০১৮ সালের ২৬ অক্টোবর শ্রীলঙ্কার রাজনীতিতে হয় রদবদল। তাকে পদ থেকে সরিয়ে দেন প্রেসিডেন্ট মৈত্রীপাল সিরিসেনা। তার স্থলে তৎকালীন সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

তবে ২০১৮ সালের ১৬ ডিসেম্বর সিরিসেনা পুনরায় তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। ২০১৯ সালে প্রেসিডেন্ট নির্বাচনের পর ২০ নভেম্বর তিনি পদত্যাগ করেন এবং মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রী হন।

২০২০ সালের সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি জয়ী হতে পারেননি। তিনি বর্তমানে ইউএনপির কলম্বো জেলার সংসদ সদস্য। ২০২১ সালের ২৩ জুন তিনি শপথ নেন।

বুধবার সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের সঙ্গে রুদ্ধদ্বার আলোচনা করেন বিক্রমাসিংহে। এরপরই জানা যায় তিনিই হচ্ছেন দেশটির নতুন প্রেসিডেন্ট।

২২৫ আসন বিশিষ্ট দেশটির পার্লামেন্টে তার দলের আসন মাত্র একটি।

রাজনৈতিক সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কার ক্ষমতাসীন এলএলপিপি, প্রধান বিরোধী দল এসজেপির একটি অংশ এবং কয়েকটি দল সংসদে বিক্রমাসিংহের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা দেখানোর জন্য তাদের সমর্থন দিয়েছে।

Related Posts

“হুভা উত্তা ভুয়ত্তা”বিনিময়ে ফিনল্যান্ডে নববর্ষ ২০২৫ উদযাপন

ফিনল্যান্ডের হেলসিংকি থেকে আব্দুল্লাহ ইকবালঃ ঢাক-ঢোল, আতশবাজি আর হৈ-হুল্লোড়ে একে অপরকে ”হুভা উত্তা ভুয়ত্তা” (ফিনিশ ভাষায় শুভ নব বর্ষ) সম্বোধন করে ইংরেজি নববর্ষকে স্বাগত জানিয়েছে ফিনল্যান্ডের নাগরীকেরা। নতুন বছরের আগমনে…

পর্তুগালে অনুষ্ঠানকে কেন্দ্র বাংলাদেশ কমিউনিটিতে বিভক্তি

আন্তর্জাতিক ডেস্ক:পর্তুগালের রাজধানী লিসবনে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির একটি অংশ গতকাল ২৯শে ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজন করে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কমিউনিটির মাঝে দ্বিধাভিত্তির সৃষ্টি হয়।অনুষ্ঠানের আয়োজক কমিটির প্রধান…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

চাঁদাবাজ, ঘুষবাণিজ্য ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি-ডা.শফিকুর রহমান

  • By admin
  • January 18, 2025
  • 34 views
চাঁদাবাজ, ঘুষবাণিজ্য ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি-ডা.শফিকুর রহমান

ডেন্টাল ওয়ান ও ডেটাস্কেপ গ্রুপের চুক্তি সই

  • By admin
  • January 18, 2025
  • 37 views
ডেন্টাল ওয়ান ও ডেটাস্কেপ গ্রুপের চুক্তি সই

তারেক রহমানের নির্দেশে দূর্গাপুরে শীত বস্ত্র বিতরন

  • By admin
  • January 14, 2025
  • 34 views
তারেক রহমানের নির্দেশে দূর্গাপুরে শীত বস্ত্র বিতরন

ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী ভারতে যাওয়ার পথে বেনাপোলে আটক

  • By admin
  • January 13, 2025
  • 63 views
ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী ভারতে যাওয়ার পথে বেনাপোলে আটক

রাজশাহীর মোহনপুরে সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

  • By admin
  • January 12, 2025
  • 61 views
রাজশাহীর মোহনপুরে সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

রাজশাহীতে ৪জন মদ পানে নিহতের ঘটনায় তদন্তে এএসপি  হেলেনা আকতার 

  • By admin
  • January 12, 2025
  • 194 views
রাজশাহীতে ৪জন মদ পানে নিহতের ঘটনায় তদন্তে এএসপি  হেলেনা আকতার