নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ঘুরতে গিয়ে রাত ১১ টায় ব্রিজের ওপর দুর্ঘটনার শিকার হন দুই বন্ধু। পরে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে ও সকালে দুজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, সদর উপজেলার পুরাতন সৈয়দপুর এলাকার সালামত হোসেনের ছেলে ছেলে সিমন (১৯) এবং একই এলাকার স্বাধীনের ছেলে নাঈম (১৮)। নিহতদের মধ্যে সিমন গোগনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য নিলুফা বেগমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল নিয়ে ব্রিজে ওঠেন দুই বন্ধু। ঘোরাঘুরির একপর্যায়ে মোটরসাইকেল ঘুরাতে গিয়ে উল্টে দুর্ঘটনার শিকার হন দুজন। পরে তাঁদের ঢাকা মেডিকেলে নেওয়ার পথে সিমন মারা যান। চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান নাঈম।
এই বিষয়ে গোগনগর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য সৈকত হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় নাঈম ও সিমন দুজনেই মারা গেছেন। পুরো এলাকায় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
এই বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান বলেন, ‘আমরা শীতলক্ষ্যা সেতুতে দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়েছি। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যেতে পারে।’