নিজস্ব প্রতিনিধি ঃ প্রধান শিক্ষক হত্যার ঘটনায় গ্রেপ্তার মিলন শেখ কে রাজশাহী মেট্রো কোর্ট ১, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব মাহবুবু্ুর রহমান এর আদালতের খাস কামরায় বেলা দুইটা থেকে সন্ধে ছয়টার মধ্যে আজ শনিবার উপস্থিত হয়ে হত্যার দায় স্বীকার করেন।এ সময় হত্যার কথা স্বীকার করে মিলন শেখ বলেন
স্বর্ণালঙ্কারের জন্য রাজশাহীর মুন্নুজান স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মায়া রাণী ঘোষকে হ্ত্যা করি। এ ঘটনায় সাত ঘন্টার মধ্যে মিলন শেখকে গ্রেপ্তার করে বোয়ালীয়া মডেল থানা পুলিশ। এছাড়া তার কাছ থেকে সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন উদ্ধার করা হয় ।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, ‘মিলন শেখ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এছাড়া স্বর্ণালঙ্কার ও টাকার জন্য শিক্ষককে হত্যা করেছে বলে জানিয়েছে। আজ বিজ্ঞ আদালতেও আসামী একই স্বীকার উক্তি দিয়েছে।’
তিনি আরও জানান, মায়া রাণী ঘোষ একজন মুন্নুজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। মিলন শেখ প্রাথমিকে তার ছাত্র ছিলেন। সে পেশায় একজন রঙমিস্ত্রি। দেড় বছর আগে শিক্ষক মায়া রাণী ঘোষের বাড়িতে রঙের কাজ করেছিলেন । এছাড়া একই এলাকায় বাড়ি হওয়ায় ভাড়াটিয়া খোঁজার কথা বলে একাধিক বার মায়া রাণী ঘোষের বাড়িতে যেতেন মিলন। গত মঙ্গলবার সকালে বাড়ি ফাঁকা পেয়ে মায়া রাণী ঘোষকে শ্বাসরোধ করে হত্যা করে সে। এসময় স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় মিলন। পরে গোয়েন্দা ও ডিজিটাল তথ্যের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।
এছাড়াও মিলনের দেয়া তথ্যের ভিত্তিতে মায়ারাণীর ফোন ও সীমকার্ড উদ্ধার করা হয় বলেও জানান তিনি।