নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক সংগঠন স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব মোহনপুর(স্যাম) ও শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার আয়োজনে শুক্রবার বিকেলে মোহনপুর উপজেলার কেশরহাটস্থ শাপলা অডিটোরিয়ামে ঈদ পূণর্মিলনী২০২০ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মোহনপুর উপজেলার বিভিন্ন অঞ্চলের প্রায় ৬০জন শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যাদের বেশির ভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, কুয়েট, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উক্ত অনুষ্ঠানটি স্যাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি জনাব কাওসার আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আরিফ হায়দার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোস্তাক আহমেদ, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মোঃ মোহসিন আলী, শতফুল বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব মোঃ নাজিম উদ্দীন মোল্লা ও অনুষ্ঠানের ব্যক্তি উদোক্তা সমাজ সেবক জনাব দেলোয়ার হোসেন সহ অগণিত গুণী ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আরিফ হায়দার বলেন, উপজেলা পর্যায়ে এ ধরনের অনুষ্ঠান সত্যিই বিরল। এসময় তিনি আয়োজক ও পৃষ্ঠপোষক সংস্থা সমূহের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মোঃ মোহসিন আলী বলেন, তোমরা আমাদের গর্বিত করেছ, দেশবাসীর কাছে উজ্জ্বল করেছ মোহনপুরের নাম। তিনি বলেন, তোমাদের সততা ও নিষ্ঠা তোমাদের নিয়ে যাবে অনন্য উচ্চতায়। এরপরে শুধু মোহনপুর নয় সমগ্র রাজশাহীর শ্রেষ্ঠ শিক্ষার্থীদের নিয়ে বৃহৎ পরিষরেও আয়োজন করার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেন।

এছাড়াও বিশেষ অতিথি শতফুল বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব মোঃ নাজিম উদ্দীন মোল্লা বলেন এধরনের আয়োজনে শতফুলও শাপলার সাথে একাত্ততা প্রকাশ করতে চায়।

অনুষ্ঠানের ব্যক্তি উদোক্তা সমাজ সেবক জনাব দেলোয়ার হোসেন অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য শিক্ষার্থীদের ও পৃষ্ঠপোষকতা করার জন্য শাপলার নির্বাহী পরিচালকের প্রতি বিশেষ কৃতজ্ঞতা স্বীকার করেন।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমরা নিজেরাও জানতাম না আমাদের উপজেলায় এত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের শ্রেষ্ঠ বিদ্যাপিঠে পড়াশোনা করে, যা আপনাদের বদৌলতে জানতে পারলাম। এখন মোহনপুরে আমাদের একটি কমিউনিটি প্লাটফর্ম তৈরী করা সম্ভব হবে এবং উপজেলার আগামী দিনের শিক্ষার্থীদের জন্যও কিছু করার সুযোগ তৈরী হবে বলে মনে করেন তারা। এছাড়াও তারা শাপলার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষার্থীদের জন্য শাপলার পক্ষ থেকে মহামূল্যবান উপহার বই তুলে দেন অতিথিগণ।

পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন স্যাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি জনাব কাওসার আহমেদ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে