নিজস্ব প্রতিবেদক,রাবি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের ভেতরে প্রায় ৫০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে অভিযান চালিয়ে এসব দোকান উচ্ছেদ করা হয়। বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, ইবলিশ চত্বর, সিরাজী ভবন, শহীদুল্লাহ ভবন ও মমতাজ উদ্দিন কলাভবনের সামনে এসব অবৈধ দোকানপাট ছিল।
অভিযানে দোকানগুলোতে বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া অবৈধ বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করা হয়। অভিযানের সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, এস্টেট দপ্তরের সহকারী রেজিস্ট্রার জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জাহিদুল ইসলাম বলেন, ক্যাম্পাসের যত্রতত্র অবৈধ দোকান সরিয়ে নিতে তিন দিন সময় বেঁধে বিজ্ঞপ্তি দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু দোকানিরা নির্দেশনা না মানায় এসব দোকান উচ্ছেদ করা হয়েছে।