নিজস্ব প্রতিবেদক, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ( রাবি) কেন্দ্রীয় জিমনেসিয়াম আধুনিকায়ন কার্যক্রমের আওতায় ১০ লাখ টাকার শরীরচর্চা সামগ্রীর উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে এসব শরীরচর্চা সামগ্রী উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
এসব সামগ্রীর মধ্যে রয়েছে, ক্যাবল ক্রস প্লাটফর্ম, লিনিয়ার ব্যাঞ্চ প্লেস, লিনিয়ার লেগ প্রেস, সুপার স্কয়াট মেশিন, ইয়োগা ম্যাট, সোলডার প্রেস, ওয়েট লিফটিং প্লাটফর্ম, স্ট্রেন্থ রোফ, ফিক্সট বারবেল ও রেক, বাইসেল্প কার্ল, ফিক্স ডাম্বেল ও রেক, সুপার ব্যঞ্চ, ওয়েট ও ডিকলাইন।
এসময় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, শুধু পড়াশোনাই নয়, শারীরিকভাবে সুস্থ থাকা খুবই গুরুত্বপূর্ণ। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে পড়াশোনার পাশাপাশি শারীরিকভাবে সুস্থ থাকে, সেই লক্ষ্যেই জিমনেসিয়াম আধুনিকায়নে কাজ করা হচ্ছে। সুষ্ঠু পরিবেশে প্রয়োজনীয় শরীরচর্চা করার মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা সু-স্বাস্থ্যের অধিকারী হবে এটাই প্রত্যাশা।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, জিমনেসিয়ামের পরিচালকসহ সংশ্লিষ্ট অন্যান্য উপস্থিত ছিলেন।