
সভায় ১৫.২.২০২৩ তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তসমূহ পাঠ ও দৃঢ়করণ, মহানগরীর বিভিন্ন সড়কে স্ট্রিট লাইট সেট, পোল ও আনুষঙ্গীক মালামাল সরবরাহ ও স্থাপন ব্যয় অনুমোদন, আদর্শ কর তফসিল ২০১৬ বহির্ভূত ব্যবসা প্রতিষ্ঠানকে লাইসেন্স প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও অটোরিক্সা ও চার্জার রিক্সার স্মার্ট কার্ড ছাপানোর বিষয়ে আলোচনা করা হয়। লালন শাহ পার্কের ভাড়া নির্ধারণ, বিএমডিএফ, বিএফডিসি, বিদ্যুৎ বিল ও আনুতোষিকের বকেয়া অর্থ প্রদান প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিভিন্ন দিবস উদযাপনে ব্যয় সমূহ অনুমোদন দেয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, কমিটির সদস্য ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, সচিব মশিউর রহমান, প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, কমিটির সদস্য সচিব বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমদ আল মঈন পরাগ, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, প্রধান কর নির্ধারক মোঃ মঞ্জুরুল আলম, উপসচিব তৈমুর হোসেন, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) সারোয়ার হোসেন খোকন, ট্যাক্সেশন কর্মকর্তা (কর) ইমতিয়াজ আহমেদ, ট্যাক্সেশন কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ সহ বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ প্রমূখ।