নিজস্ব প্রতিনিধি  ঃ রাজশাহী শিক্ষা বোর্ডে এবার এসএসসিতে পাশের হার দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৮৮। সারা দেশের গড় পাশের হারের চেয়ে এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধিনে পাশের হার কমেছে। এবার মোট পাশ করেছে ১ লাখ ৬৭ হাজার ৫২১ জন শিক্ষার্থী।

এবার এ বোর্ডের অধিনে আটটি জেলা থেকে এক লাখ ৯৭ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৯৫ হাজার ১২৪ জন। এর মধ্যে ৮৫ দশমিক ৮৮ ভাগ পরীক্ষার্থী পাশ করে। জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৫১৭ জন।

জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্রীদের সংখ্যা বেশি। তারা পেয়েছে ২৩ হাজার ৩৭৫ জন। আর ছেলেদের মধ্যে পেয়েছে ১৯ হাজার ১৪২ জন।

এবার রাজশাহী শিক্ষা বোর্ডের দুটি স্কুল থেকে একজনও পাশ করতে পারেনি।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *