মোঃফয়সাল হোসেন, রাজশাহী :
রাজশাহীর মোহনপুরে গরুবাহী ভুটভুটির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর ২টার দিকে রাজশাহী হতে নওগাঁ মহাসড়কের মৌগাছী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মরিয়াম বেগম (৭০)। তিনি রাজশাহী নগরীর সপুরা এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী। খবর পেয়ে মোহনপুর থানা ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরিয়ম বেগম মোহনপুর উপজেলার বাটুপাড়া এলাকায় তার ধর্মছেলে শফিকুল ইসলামের বাড়িতে যাচ্ছিলেন। তিনি মোহনপুর মৌগাছি বাজারে গিয়ে নামেন। এসময় রাজশাহী সিটিহাট থেকে গরু নিয়ে মোহনপুরের দিকে যাচ্ছিল একটি ভুটভুটি। গাড়ি থেকে নামা মাত্র রাস্তা পারাপারের সময় মরিয়ম বেগমকে গরু বোঝাই ওই ভুটভুটি ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে মোহনপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নেয়।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশা জানান, ঘটনাস্থল থেকে মরদেহ থানায় আনা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে