পাভেল ইসলাম মিমুল, স্টাফ রিপোর্টার:
আজ ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।বাঙালি জাতির ইতিহাসে এক ঐতিহাসিক দিন।রাজশাহী মহানগর জাসদের উদ্যোগে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নিরবতা পালন করেন রাজশাহী মহানগর জাসদের
নেতৃবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন,রাজশাহী মহানগর জাসদের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী ও সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু,জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দীন বাহার,মাসুম আহমেদ,
জাতীয় যুবজোট রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক সুমন চৌধুরী,আইন বিষয়ক সম্পাদক পাভেল ইসলাম মিমুল,বিজ্ঞাপন ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাওহীদ হাসান,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলিফ ইসলাম অনিক,শামসুল ইসলাম,বাংলাদেশ ছাত্রলীগ জাসদ রাজশাহীর মহানগরের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন সোহাগ,মহানগর সমন্বয়ক মোঃ সোহেল রানা, রাজশাহী গভ: সিটি কলেজের সাধারণ সম্পাদক ইমন সরদার,রাজশাহী কলেজের সদস্য রাকিন রায়হান,নিউ গভঃ ডিগ্রি কলেজের সদস্য মোস্তাফিজুর রহমানসহ ,
জাসদ,যুবজোট ,ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য,২১ শে ফেব্রুয়ারি বাংলার ইতিহাসে একটি অমলিন দিন।ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণে এই দিনটি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।
১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার দাবিতে অনেক তরুণরা আন্দোলন চালায়।ঠিক সেই সময় তাদের মিছিলে বর্বর হত্যাকাণ্ড চালানো হয়।কিন্তু সর্বশেষ পাকিস্তান সরকার বাংলাদেশের রাষ্ট্রভাষাকে বাংলা করতে বাধ্য হয়।সর্বশেষ মহান এই দিবসটিকে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয়।
প্রতিবছর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে পালন করা হয়ে থাকে।
এটিকে শহীদ দিবস নামেও পালন করা হয়ে থাকে।ভাষা শহীদদের স্মরণে এবং তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়।