নিজস্ব প্রতিনিধিঃরাজশাহী মহানগরীর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের সাথে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সভাপতি জুয়েল আহমেদের সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর ) রাজশাহী মহানগরীর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সন্ধ্যা ৭ ঘটিকার সময় এ শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, দপ্তর সম্পাদক মাহাবুল আলম বুলবুল, উপ-দপ্তর সম্পাদক পঙ্কজ দে, শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মুনমুন , আলিমুজ্জামান সজল , হাবিবুর রহমান বাবু,মজিবর রহমান, সংগঠনের বিভাগীয় উপ-মহিলা বিষয়ক সম্পাদিকা বৈশাখী সরকার প্রমুখ।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগের সভাপতি জুয়েল আহমেদকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার অভিনন্দন জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেন এবং উপস্থিত সবাইকে তার পক্ষ থেকে মিষ্টি মুখ করিয়েছেন।