রাজশাহী প্রতিনিধি: ইতিহাস কথা বলে বঙ্গবন্ধুর ডাকে প্রতিপাদ্যকে সামনে রেখে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজশাহী মহানগর বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের পক্ষ থেকে নিম্ন আয়ের শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় নগরীর শিরোইলের সিল্ক ডিজাইন এন্ড ডিসপ্লে সেন্টারে এই ঈদ উপহার বিতরণ করা হয়। রাজশাহী মহানগর বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ যার
গভঃ রেজিঃ নং বি-২০৯১ (জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত)।
এসময় প্রায় নিম্ন আয়ের ৫০০ পরিবারের ঈদ উদযাপন করার জন্য ঈদ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি হাসিবুল আলম রজন।
সঞ্চালনা করেন রাজশাহী মহানগর বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাহেব আলী সাহেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি রমজান আলী, জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, রাজশাহী মহানগর বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক রয়েল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক ইতু।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বিভাগীয় প্রধান সিদ্দিকুর রহমান সিদ্দিক।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের কার্যকরী সভাপতি হারুনুর রশিদ,সহ-সভাপতি মহিউদ্দিন সেলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাপ্পি, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মেরাজ, প্রচার সম্পাদক মজনু সহ আরো নেতাকর্মীগণ।
উল্লেখ্য যে, বিশেষ অতিথি রাজশাহী মহানগর বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বিশেষ কারণে উপস্থিত থাকতে পারেন নি।