
–
মোঃ আলতাফ হোসেন বাবু, নিজস্ব প্রতিনিধি:
রাজশাহী মহানগরীর মাসিক সভায় সার্বিক দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম হওয়ায় রাজশাহী মহানগরীর শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন জনাব সোহরাওয়ার্দী হোসেন।
মাসিক সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর পুলিশ কমিশনার, উপ কমিশনার বিভিন্ন দায়িত্বে নিয়োজিত কর্মরত অফিসার ও কর্মচারী বৃন্দ।
চৌকস অফিসার ইনচার্জ মোঃ সোহরাওয়ার্দী হোসেন এই বোয়ালিয়া মডেল থানায় গত ১৬/০২/ ২০২৩ইং তারিখে যোগদান করেন এবং অদ্যাবধি দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি এই মডেল থানায় যোগদানের পূর্বে নওগাঁ সদর ও রাজশাহী জেলার ঐতিহ্যবাহী থানা পুঠিয়া থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি তার কর্মজীবনে ন্যায়, নীতি, বিচক্ষণতা ও সততার সহিত দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছেন আর সঠিকভাবে দায়িত্ব পালন করার ধারা সর্বদা অব্যাহত রাখতে পারায় মাননীয় পুলিশ কমিশনার ও অফিসার গন তাকে রাজশাহী মহানগরীর শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করেছেন।
বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সোহরাওয়ার্দী হোসেন একজন বিচক্ষণ, সৎ,নিষ্ঠাবান ও বাংলাদেশ পুলিশের এর দায়িত্বশীল অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন এলাকার জনগণ।
তিনি রাজশাহী মহানগরীর সকল জনগণকে ও দেশবাসীকে ঈদুল আজহা উপলক্ষে ঈদের শুভেচ্ছা বাণী জানিয়েছেন এবং তিনি সকলের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেন।