স্টাফ রিপোর্টার : রাজশাহীতে সত্যের জয় সামাজিক সংগঠন সভাপতি মোঃ সালাউদ্দিন খান সোহাগ এর জন্মদিন পালন করা হয়েছে। আজ সোমবার সন্ধা ৭ টায় নগরীর বর্ণালী মোড়ে অবস্থিত বর্ণালী স্টুডিওতে কেক কাটা ও মিস্টি মুখ করে সংগঠন এর সভাপতি মোঃ সালাউদ্দিন খান সোহাগ এর জন্মদিন পালন করা হয়।

এ সময় সংগঠনের সাধারন সম্পাদক নাঈম হোসেন,উপ-মহিলা বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা রোজা, সত্যের জয় সামাজিক সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক মোঃ টনিসহ সত্যের জয় সামাজিক সংগঠনের সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন।

পরে কেক কাটা ও মিস্টি মুখ শেষে সংগঠনের সকলেই বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন। আলোচনায় সংগঠনের সাধারণ সম্পাদক বলেন শীতকে সামনে রেখে আমরা বিভিন্ন কর্মসূচি করার জন্য এখন থেকেই প্রস্তুত হবো। এর আগের শীতে আমরা যা করেছি এবার আরো ভালো কিছু করার চেষ্টা করবো।

কেক কাটা অনুষ্ঠান শেষ করার আগমুহূর্তে বিশিষ্ট সমাজ সেবক টনি বলেন সত্যের জয় সামাজিক সংগঠন যেভাবে কাজ করে যাচ্ছে আগামীতে এরা অনেক ভালো কিছু করবে বলে আমি আশাবাদী। আমি যত এদের কাজ দেখছি ততই মুগ্ধ হচ্ছি,রাত দিন সব যেব সমান।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *