,রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে ৫ম শ্রেণীর এক শিক্ষার্থী ধর্ষণ মামলায় উজ্জ্বল আলী নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর ২ টার দিকে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহাঃ হাসানুজ্জামান এই রায় ঘোষাণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামী উজ্জ্বল রাজশাহীর চারঘাট থানার পূর্ব কালাবীপাড়া এলাকার আলাউদ্দীনের ছেলে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর শামসুন নাহার মুক্তি বলেন, ২০১২ সালে রাজশাহীর চারঘাট থানার একটি ধর্ষণ মামলার আসামী উজ্জলকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারার বিধানে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। এই অর্থ অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।