নাঈম হোসেন, রাজশাহী: আজ ১২ই ডিসেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন, জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক লীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক লীগ রাজশাহী মহানগর শাখা বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। সকাল ১০.১৫ মিনিটে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।
১০.৩০মিনিটে মহানগর আওয়ামী লীগ কার্যালয় এক আলোচনা সভার আয়োজন করে। আলোচনা শেষে উপস্থিত রিক্সা শ্রমিকদের নিয়ে ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটা হয়। লিয়াকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিরুল হোসেন শান্তর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্ব ওয়ালী খান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শরীফ আলী মুনমুন, সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, মহানগর শ্রমিক লীগের কার্যনির্বাহী সদস্য ও রাজশাহী মহানগর ইজিবাইক মালিক-শ্রমিক সমবায় সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর, জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক লীগ রাজশাহী মহানগর শাখার সহ-সভাপতি কাজিম উদ্দিন, যুগ্ম – সাধারন সম্পাদক জিব্রীল আমিন সনেট, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক তানজির আহমেদ, সাংগঠনিক সম্পাদক রাজিব হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম রুনু, প্রচার সম্পাদক বাসেদ আলী, কোষাধক্ষ্য পিন্টু, দপ্তর সম্পাদক দেওয়ান তুষার আহমেদ, ক্রীড়া সম্পাদক এতেশাম টিটু। এছাড়া আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ইজি বাইক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রিমন, জাতীয় রিক্সা- ভ্যান শ্রমিক লীগ রাজশাহী মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন তালুকদার, সদস্য সেলিম।
উল্লেখ্যযে জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক লীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর সমৃদ্ধ ও মঙ্গল কামনা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক এহেসানুল হক পিন্টু, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোহেল প্রমূখ।