নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর সিটি হাট বাইপাসে ৩৩/১১ কেভি এবং ১০/১৩.৩৩ এমভিএর নতুন জেআইএস বিদ্যুৎ উপকেন্দ্র চালু হয়েছে।
শনিবার (২ এপ্রিল) দুপুরে ফলক উন্মোচন ও কম্পিউটার সফটওয়ারের মাধ্যমে উপকেন্দ্রের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় উপকেন্দ্রটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। প্রকল্পটির কাজ বাস্তবায়নের পর সেটি পরিচালনার জন্য নেসকোকে হস্তান্তর করা হয়েছে। এ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান সিইসি অ্যান্ড ফরচুন জেভি (চায়না)।