নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সমাজকল্যান সম্পাদক নূর হোসেন (৬৫) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সোমবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র মহোদয়।
শোক বিবৃতিতে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয় মরহুম নূর হোসেন এর রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, রবিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া নিবাসী নূর হোসেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন)।