রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে সাংবাদিকদের গুলি করে মারার হুমকি দিয়েছেন রাজপাড়া থানার ওসি সিদ্দিকুর ।
শুক্রবার (১৮ নভেম্বর) রাজশাহীর হোটেল এক্স-এ দৈনিক ইত্তেফাকের রাজশাহীর প্রতিবেদক আনিসুজ্জামানের ওপর হোটেল এক্স এর কর্মচারীরা হামলা চালিয়েছেন।এর প্রতিবাদে রাজপাড়া থানায় বিচার চাইতে গেলে রাজশাহীর সকল সাংবাদিকদের সাথে ওসি সিদ্দিকুর খারাপ ব্যবহার করেন। এর প্রতিবাদে থানার সামনে রাজশাহীর সকল সাংবাদিক ঐ থানার সামনে অবস্থান করেছেন।
থানায় মামলা করতে গেলে প্রবীণ সাংবাদিকদের চাঁদাবাজির উদাহরণ দিয়ে সাংবাদিকদের ওপর দোষ চাঁপায়।
সেই সাথে সাংবাদিকদের আটক করার পরিকল্পনা করেন।
ওসির ব্যবহারে সাংবাদিকরা বুঝে উঠতে সক্ষম হন যে, হোটেল এক্স থেকে ঐ ওসি মাসোহারা উঠান।
গোপন সূত্রে এই ওসি সম্পর্কে জানা যায়, পূর্বের থানাগুলোতেও এই ওসি সিদ্দিকুর মাদক ব্যবসাসহ পতিতাবৃত্তিতে লিপ্ত চক্রকে টাকার বিনিময়ে ইন্দন যুগিয়েছেন।
ওসি সিদ্দিকুর কে প্রত্যাহারের দাবি জোরালো ও বেগবান হওয়ায় আর এমপি কমিশনার ডিবি ডিসি কে প্রতিনিধি হিসেবে পাঠান। এবং সাংবাদিক সংগঠন গুলো ওসি সিদ্দিকুর কে প্রত্যাহারের দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেন পুলিশকে।