নাঈম হোসেনঃ রাজশাহী নগরীর হেতেম খাঁ কবর স্থানের অভ্যন্তরে অবস্থিত রওজাতুস সালেহীন জামে মসজিদে ও মাদ্রাসায় ইফতার মাহফিল ও কবর বাসির জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার রওজাতুস সালেহীন জামে মসজিদে ও মাদ্রাসা কমিটির উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় প্রায় ১ হাজার মুসল্লির মাঝে ইফতার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রওজাতুস সালেহীন জামে মসজিদে ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ কাশেম আলী,হেতেম খাঁ বড় মসজিদের ইমাম মুফতি ইয়াকুব আলী,হেতেম খাঁ রওজাতুস সালেহীন কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদে ও মাদ্রাসার ইমাম মোঃ ইকবাল হুসাইন হাবীব,বোয়ালিয়া পশ্চিম আওয়ামী লীগের এর সাংগঠনিক সম্পাদক রাজ্জাক আহমেদ রাজন,
১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আহমেদ, সাবেক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজউদ্দীন আহমেদ মানিক, রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সহ-সভাপতি মোঃ শহীদুল ইসলাম বিপুল,রওজাতুস সালেহীন জামে মসজিদে ও মাদ্রাসার সাধারণ সম্পাদক আশিক আহমেদ রনি,কোষাধ্যক্ষ মুক্তার রহমান,অফিস সম্পাদক শুভ,সমাজ সেবক আজমল হোসেন রেন্টু,মিন্টু প্রমুখ।