নিউজ ডেস্ক: রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকা থেকে পাঁচ পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১০। এসময় তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন ও চাঁদাবাজির ৮ হাজার ৫৬০ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেফতাররা হলেন-মো. মিন্টু মোল্লা (৪০), মো. বাবুল ওরফে বিপ্লব (২১), মো. বাপ্পি (৩২), সোহান (২১) ও নাদিম মাহমুদ (৩০)।
রোববার (১৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১০ এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ র্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায়। অভিযানে আন্তঃজেলা ট্রাক, কাভার্ডভ্যান ও লরিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা আদায়কালে পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন ও ৮ হাজার ৫৬০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিভিন্ন পরিবহনের চালক ও সহকারীদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিলেন।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।