মোঃফয়সাল হোসেন, রাজশাহী:-
রাজশাহী মোহনপুর উপজেলা মৌগাছী ইউনিয়নের ৫৪ নং নন্দনহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক জনাব মোঃ আবু বাককার সিদ্দিক ভুঁইয়া ও জনাব মোঃ মোকসেদ আলীর ( অবসর কালীন) এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।সভাপতি জনাব মোঃ আবুল কাশেম সভাপতিত্বে:
সহকারী শিক্ষক, বাটুপাড়া কারিগরি ও বাণিজ্যিক ইনস্টিটিউট। সহ সভাপতি সেকেন্দার আলী,সঞ্চালয় ছিলেন,নেসার আহমেদ(তুহিন)সহ:শিক্ষক বাটুপাড়া প্রা: বিদ্যালয়,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব এ,কে,এম মাহাবুব হাসান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মোহনপুর রাজশাহী।
বিষেশ অতিথি ছিলেন,কহিনুর আক্তার,সহ আব্দুর রাজ্জাক,প্রধান শিক্ষক বিশালপুর ও সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সমিতি মোহনপুর উপজেলা, জহির রায়হান বুলবুল প্রধান শিক্ষক পুরপাড়া স: বিদ্যালয়, অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অত্র বিদ্যালয়ের স্নেহময় ছাত্র ছাত্রী সহ ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আ: মজিদ সহ আয়োজনে,৫৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।,অত্রএলাকার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।অবসর শিক্ষক চাকুরিজীবন শেষ করে অবসর গ্রহণ করেন।তাকে অত্র বিদ্যালয় ও বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা, কচি ছাত্র-ছাত্রীর পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছায় অশ্রুসিক্ত বিদায় জানিয়েছেন।