মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহী মোহনপুর উপজেলার ৫ নং বাকশিমইল ইউনিয়ন খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে আজ ১২ই ফেব্রুয়ারী/২০২৪ সোমবার সকাল থেকে দিন ব্যাপি ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র /ছাত্রীদের নবীণ বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে সভাপতি অধ্যক্ষ শামসুজ্জোহা বেলাল।
সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন বিশ্বাস।
বক্তব্যে প্রধান শিক্ষক,সরকারের নতুন পাঠ্য শিক্ষাক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য সকল অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন।পাশাপাশি অত্র বিদ্যালয়ের সহঃশিক্ষক নইমুদ্দিন খাঁন নতুন শিক্ষাক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এই সময় আরও উপস্থিত ছিলেন মসজিদ মিশন একাডেমীর প্রধান শিক্ষক মাহাতাব আলী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আশরাফ শাহ,আশরাফুল, পলি খাতুন,বেড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহঃ শিক্ষক দূরুল হুদা সহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক/কর্মচারী,অভিভাবক বৃন্দ ও শিক্ষার্থীরা।