মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুরে বিএনপির কর্মীসভা থেকে অবিস্ফোরিত ৪টি ককটেল উদ্ধার করেছে থানা পুলিশ।গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার বসন্তকেদার কলেজ মাঠ থেকে ককটেলসহ কিছু সরঞ্জামাদি উদ্ধার হয়। এর আগে সেখানে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় এমন তথ্য নিশ্চিত করেছেন মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির শতাধিক নেতাকর্মীরা কর্মীসভা শেষ করে চলে যান। এসময় সেখানে কিছু বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পরে পুলিশ গিয়ে ককটেল ও উপকরণ উদ্ধার করে। তবে ঘটনাস্থলে বিস্ফোরণের কোন আলামত সংগ্রহ করতে পারেনি পুলিশ।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ বলেন, ঘটনার সাথে জড়িত বিএনপির ৭ নেতাকর্মী পরিচয় পাওয়া গেছে। এঘটনায় থানায় মামলা হয়েছে। বর্তমানে মামলার তদন্ত চলছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *