নিজস্ব প্রতিবেদকঃ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি মোহনপুর উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গোপন ব্যালটের মাধ্যমে ২য় বারের মত সভাপতি হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক কাইয়ুম ও শফিকুল ইসলাম বদর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ভোটগ্রহণ শেষে শনিবার বিকেল ৩ টায় এ ফল ঘোষণা করা হয়।
শনিবার সকাল ১০টায় মোহনপুর সদরের বাকশিমইল উচ্চ বিদ্যালয়ে সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন রাজশাহী জেলা পরিষদের সদস্য দিলিপ কুমার সরকার তপন।
বিকালে দ্বিতীয় অধিবেশনে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ৫১ ভোটারের মধ্যে ২৭ ভোট পেয়ে ২য় বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন হাফিজুর রহমান, তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আবুল হোসেন পেয়েছেন ২১ ভোট। ৩৫ ভোট পেয়ে ২য় বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কাইয়ুম আলী। তার প্রতিদ্বন্দ্বী নওশাদ আলী পেয়েছেন ১৩ ভোট। ২৫ ভোট পেয়ে সাংগঠিক সম্পাদক নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম বদর। তার প্রতিদ্বন্দ্বী মুঞ্জুর রহমান পেয়েছেন ২৩ ভোট।
উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের সদস্য দিলিপ কুমার সরকার তপন। জেলা শিক্ষক সমিতির সভাপতি মজিবুর রহমান সরকার । বিশেষ অতিথি ছিলেন বাকশিমইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল জলিল মোল্লা। মোহনপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেলসহ আরো অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।