মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুর উপজেলার নবনির্মিত ভূমি অফিসের ৪টি ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় প্রধানমন্ত্রীর নিজস্ব বাসভবন (গণভবন) থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ৪টি ভবনের নাম ফলক উদ্বোধন করেন তিনি। অপর প্রান্ত থেকে নাম ফলকের পর্দা তুলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানওয়ার হোসেন।
এসময় উপজেলার ভূমি অফিসসহ কেশরহাট, হরিহরপাড়া ও ধোরশার ইউনিয়ন ভূমি অফিসের এ উদ্বোধন করা হয়।
নবনির্মিত ভবনটি গণপূর্ত-২ রাজশাহী এর বাস্তবায়নে নির্মান কাজের সার্বিক সহযোগিতা ও ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন স্থানীয় রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মো.জাহিদ বিন কাশেম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তাসহ উপজেলার ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।