
নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর মোহনপুর উপজেলার কোটালীপাড়া ফতেপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের চলমান নিয়োগ বোর্ড কার্যক্রম স্থগিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাকের আলী।
শুক্রবার (৬ আগস্ট) সকালে মোহনপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আজ শুক্রবার সকাল ১০ টা থেকে মোহনপুর সরকারি কলেজে আমার অত্র বিদ্যালয়ের নিয়োগ বোর্ড কার্যক্রম শুরু হয়। বিদ্যালয়ের আয়া, নিরাপত্তা কর্মী ও অফিস সহায়ক এই তিনটি পদে নিয়োগ দেয়া হবে।
বক্তব্যে তিনি বলেন, আমি অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে, আমাকে উক্ত চলমান নিয়োগ বোর্ডে সদস্য না রেখেই নিয়োগ দিচ্ছে নিয়োগ বোর্ড। এমনকি নিয়োগ বোর্ডে কোন প্রার্থী উপস্থিত নেই তবুও নিয়োগ সম্পুর্ন হচ্ছে।
তিনি বলেন, নিয়োগে বোর্ডে ব্যাপক অনিয়ম ও আমাকে না রাখায় আমি উক্ত নিয়োগ স্থগিত ঘোষণা করছি।
এদিকে, উক্ত নিয়োগ বন্ধের আরো দাবি জানিয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সাজ্জাদ হোসেন সহ অনেকে।