
মোহনপুর প্রতিনিধি: সারাদেশের ন্যায় রাজশাহীর মোহনপুর উপজেলায় “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস সপ্তাহ-২০২১ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৮ আগস্ট) উপজেলা পরিষদের হলরুমে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়ের মাধ্যমে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর আনুষ্ঠানিকভাবে সাপ্তাহ ব্যাপি এই কর্মসূচির উদ্বোধন করেন।
মোহনপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি মৎস্য অফিসার তারিক মাসুম রেজা।
স্থানীয় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, মোহনপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম মামুন, মোহনপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাদিকুল ইসলাম স্বপন, মোহনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি রতন মাস্টার, সাধারণ সম্পাদক মুত্তাকিন সোহেলসহ অন্যান্য সাংবাদিক নেতারা।
মতবিনিময় সভায় মোহনপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, মোহনপুরে বেকারত্ব দুর করতে প্রশিক্ষণের মাধ্যমে মৎস চাষ উৎপাদন বৃদ্ধির লক্ষে আমরা কাজ করে যাচ্ছি।