মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন দলটির নেতাকর্মীরা। রবিবার (১ জানুয়ারী) বছরের প্রথমদিনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কেক কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক। আর সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহবায়ক রুবেল হোসেন। শুরুতেই উপজেলার ছয় ইউপিসহ সকল ইউনিটের নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য র্যালী বের করেন। র্যালীটি উপজেলা চত্তরের দলীয় কার্যালয় থেকে বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করেন। এরপর দলীয় কার্যালয়ে এসে পথসভা শেষে কেক কাটেন দলটির নেতাকর্মীরা। এসময় ” শুভ শুভ শুভদিন’ ছাত্রদলের জন্মদিন “শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিল দলীয় কার্যালয়।
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. আব্দুস সামাদ। প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব বাচ্চু রহমান, সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজেম উদ্দিন, সদস্য আব্দুল কাদের মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলেন আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক মাহফুজ আলম শিমুল, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক লিটন, আরিফ, মোহাম্মদ, টোটন, ইকবালসহ সকল ইউনিটের নেতাকর্মীরা।