মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুর উপজেলার মতিহার এলাকায় মাদক বিক্রি ও সেবনে বিরোধী কমিটি গঠনের পাশাপাশি র‍্যালী করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার জাহানাবাদ ইউনিয়নের মতিহার উচ্চ বিদ্যালয়ের মাঠে এই র‍্যালী করা হয়। এতে গ্রামের মানুষেরা শতস্ফুর্ত অংশগ্রহণ করেন।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে এলাকাবাসীদের নিয়ে কমিটি গঠন ও র‍্যালী করা হয়েছে। এ এলাকায় যেন কোন ধরনের মাদক বিক্রি ও সেবন না হয় সেই লক্ষে আমরা একত্রে কাজ করছি।

উক্ত র‍্যালীতে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি সাবেক সেনা কর্মকর্তা মেজর (অবসরপ্রাপ্ত) ইকবাল হোসন বুলু, সভাপতিত্ব করেন মতিহার উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবর রহমান।

এতে আরো উপস্থিত ছিলেন, মোহনপুর থানার ওসি (তদন্ত) তৌহিদুর রহমান, বিট পুলিশিং কর্মকর্তা এসআই তাজুল ইসলাম, জাহানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হযরত আলী, যুব প্রতিনিধি ও গ্রমীণ উন্নয়ন সংহতি সংস্থার সভাপতি হাসানুজ্জামান আরিফ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাবর আলীসহ এলাকার অনেকেই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে