নিজস্ব প্রতিনিধি ঃ মুক্তি যুদ্ধ মঞ্চ মোহনপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার বিকেলে রাজশাহী জেলা মুক্তি যুদ্ধ মঞ্চ এর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মোহনপুর উপজেলা শাখার আগামি এক বছরের জন্য আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
মোঃ মাফিজুল ইসলাম সিহাব কে সভাপতি ও মোঃ রিয়াল মাহমুদ কে সাধারন সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি কে পূর্নাঙ্গ করে জেলায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জেলা মুক্তি যুদ্ধ মঞ্চের সাধারন সম্পাদক সজিব ইসলাম দূর্যয় বলেন বঙ্গবন্ধুর আদর্শ তৃণমূলে পৌঁছাতে ও সকল দূর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা বিনির্মানে কাজ করতে এই অংশিক কমিটি দিয়েছি,আগামিতে জেলার সব থানায় কমেটি দেওয়া হবে।
তবে মুক্তি যুদ্ধ মঞ্চ এর নামে আরো একটি সংগঠন জেলা ও উপজেলায় আছে।