ডেস্ক নিউজঃ রোনার সংকটের এই পর্যায়ে পুরনো চিত্রে ফিরতে শুরু করেছে ক্রিকেট। এরই মধ্যে চলছে ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন৷ বিসিবির শিডিউল অনুসারে আজও বিভিন্ন ভাগে ভাগ হয়ে মূল মাঠে ব্যাটিং এবং বোলিং করেছেন ১২ ক্রিকেটার।

আজ বৃহস্পতিবার মিরপুরে সকালের শুরুতেই মূল মাঠের সেন্টার উইকেটে ব্যাটিং করেন তামিম। তাকে বোলিং করেছেন স্পিনার তাইজুল। দীর্ঘক্ষণ রানিং আর জিম করেছেন মুশফিকুর রহিম।

পরে ব্যাটিং অনুশীলন করেন। টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ সেন্টার উইকেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করেছেন। বোলিং অনুশীলন করেছেন মুস্তাফিজ-বিপ্লব-তাইজুলরা। এছাড়া ট্রেইনারের সঙ্গে অনুশীলন করেছেন আল আমিন, তাসকিন, শফিউলরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে