জাইকা অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জাব)-এর ভিলেজ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ২০২২-২০২৪ সালের কার্যকরী কমিটির নির্বাচনে প্রকৌশলী খন্দকার এ. মান্নান (সভাপতি), ডা. মো. আমিনুল ইসলাম (সহ-সভাপতি) ও অধ্যাপক ডা. আবদুল হানিফ টাবলু (সম্পাদক) পূর্ণ প্যানেল নির্বাচিত হয়েছে। রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচিত অন্যরা হচ্ছেন-যুগ্ম সম্পাদক মো. ফজলুর রহমান, কোষাধ্যক্ষ মো. মাহবুব উল হোসেন, সদস্য সৈয়দ নুরুল ইসলাম, প্রকৌশলী ড. এমএ মান্নান মিয়া, শামছুন নাহার, কামরুন নাহার, মো. মুনজুরুল হক ও কৃষিবিদ ড. আবু বকর সিদ্দিক সরকার। ডা. আমিনুল ইসলাম সহসভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে বিজিসি পরিবার। সংবাদ বিজ্ঞপ্তি।