![](https://www.foxnewsbd.com/wp-content/uploads/2021/11/received_3021108511461965.jpeg)
![](https://www.foxnewsbd.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার ৬ নং মৈনম ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজা চেয়ারম্যানের বিরুদ্ধে সোস্যাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচার,নির্বাচনী প্রচারণায় বাঁধা প্রদান এবং নির্বাচনী প্রচারণায় না নামার জন্য হুমকি প্রদান করায় প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মৈমন ইউপি’র তিনবারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছিন আলী রাজা সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করায় তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নির্বাচনী প্রচার- প্রচারণা বাঁধাগ্রস্থ করত সোস্যাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচার এবং বিভিন্নভাবে হুমকি প্রদান করার প্রতিবাদে রাজা চেয়ারম্যানের পক্ষে ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগের দলীয় নেতাকর্মী ও কয়েক হাজার নারী- পুরুষ সমর্থকরা প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেন।
গতকাল শনিবার বেলা ১১ টায় মান্দা উপজেলার মৈনম বাজারে মৈনম ইউ’পি চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছিন আলী রাজা’র ব্যাক্তিগত চেম্বারের সামনে এ প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলে অংশ নেয় ইউনিয়নের কয়েক হাজার নারী-পুরুষ ।
সভায় সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং বর্তমান কার্যনির্বাহী সদস্য হারুন-অর-রশিদ ভোলার সভাপতিত্বে বক্তব্য রাখেন “প্রচেষ্টা সামাজিক সংগঠন” মৈনম ইউনিয়ন শাখার সভাপতি রাশেদুজ্জামান বাশেদুল , উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন রানা, ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের সভাপতি মিজানুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান,সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, উপজেলা যুবলীগের সদস্য দুলাল হোসেন ছানী এবং প্রবীণ আ’লীগ নেতা আব্দুল মজিদ বাবু প্রমুখ।
এ সময় বক্তারা মৈনম ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সামন্ত কুমার সরকারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কথা উল্লেখ করে বলেন, মৈনম ইউনিয়নে যে ব্যক্তিকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে তিনি একজন জনবিচ্ছিন্ন ব্যক্তি। এলাকায় তার গ্রহণযোগ্যতা নেই। এলাকার উন্নয়নের স্বার্থে ওই প্রার্থীকে বয়কট করে ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছিন আলী রাজাকে আবারো চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার দাবি জানান তারা।
তাদের দাবি যে, সুষ্ঠ নির্বাচনী প্রচার- প্রচারণার পরিবেশ নষ্ট করতে সামন্ত কুমার সরকার এবং কতিপয় দুষ্কৃতকারীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে রাজা চেয়ারম্যানের জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করতে উঠেপড়ে লেগেছে। বর্তমান চেয়ারম্যানের সুনাম নষ্ট করতে বিভিন্ন সোস্যাল মিডিয়ায় মিথ্যা,বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত উস্কানীমূলক অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। তারা নিজেরায় নির্বাচনী প্রচারণায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে অন্যকে দায়ী করার চেষ্টা করছেন। আর সে কারণে স্থানীয়রা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন।
সোস্যাল মিডিয়ায় মনগড়া তথ্য দিয়ে ভোটারদের মাঝে রাজা চেয়ারম্যান সম্পর্কে আজে বাজে মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করার পাশাপাশি তার কর্মী এবং সমর্থকদের বাড়ি ঘেরাও করাসহ বিভিন্নভাবে হুমকি অব্যাহত রেখেছেন বলে অভিযোগ করেন ।
এছাড়াও অতি দ্রুত নির্বাচনী পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন তারা ।
মাহবুবুজ্জামান সেতু
মোবাইল নং ০১৭১০-১৩৭৭৮২
তারিখঃ ৩১/১০/২০২১ ইং