আলেক উদ্দীন দেওয়ান, স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জে হেরোইন বহনের দায়ে একজনকে সশ্রম যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম দন্ডাদেশ দিয়েছে আদালত।
সোমবার (৪ এপ্রিল) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোঃ রবিউল ইসলাম আসামীর অনুপস্থিতে এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামী হচ্ছে, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ গ্রামের আফাজ উদ্দিনের ছেলে মোঃ মোহবুল ওরফে কালু।
মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, গত ২০১৮ সালের ৩ জানুয়ারী দুপুর পৌনে দুইটার সময় জেলার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাররশিয়া হায়াতের মোড়-দেবীনগর সড়কের একরামুল হকের আমবাগানে চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে কালুকে আটক করে। পরে তার হাতে থাকা একটি নীল ব্যাগ থেকে একটি প্যাকেটে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করে।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই মোঃ জাহিদুল ইসলাম ২০১৮ সালের ২ ফেব্রয়ারী তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমানাদি শেষে আজ বিজ্ঞ বিচারক উপরোক্ত রায়ে দন্ডিত করেন।