নিজস্ব প্রতিনিধি ঃ ব্যাটারিচালিত ইজিবাইক শুধুমাত্র মহাসড়কে চলতে পারবে না বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আদালত।
এ আদেশের ফলে মহাসড়ক ছাড়া সবখানে চলতে পারবে ইজিবাইক বলে জানিয়েছেন আবেদনকারিদের আইনজীবী।
সোমবার প্রধান বিচারপতিসহ তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়।
এর আগে মহাসড়কসহ দেশের সব সড়কে ব্যাটারিচালিত ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে গত বছরের ১৫ ডিসেম্বর আদেশ দেয় হাইকোর্ট।
এ আদেশের বিরুদ্ধে আপিলে আবেদন করেন বাংলাদেশ ইলেকট্রিক থ্রি-হুইলার ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল উদ্দীন আহমেদ ও সেক্রেটারি মো. আহসান সামাদ। ওই আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ আজ এ আদেশ দেয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানির করেন ব্যারিস্টার তানিয়া আমীর, মনিরুজ্জামান আসাদ।
ইজিবাইক নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে গত বছরের ১৩ ডিসেম্বর হাইকোর্টে রিট করেন আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম।
এ রিটের শুনানি নিয়ে ওই বছরের ১৫ ডিসেম্বর অ্যাসিড ব্যাটারিচালিত ইজিবাইক আমদানি ও ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা দিয়ে আদেশ দেয় বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে রুল জারি করেন।
এ আদেশের বিরুদ্ধে আপিলে আবেদন করেন ইজিবাইক আমদানিকারক সংগঠন। তাদের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ আজ এ আদেশ দেয়।