নিজস্ব প্রতিনিধি ঃ
করোনাভাইরাস মহামারির মধ্যে গত দুই বছর হয়নি পহেলা বৈশাখের অন্যতম আয়োজন মঙ্গল শোভাযাত্রা।
মহামারি প্রায় নিয়ন্ত্রণে আসায় বৈশাখের প্রথম দিনে আবারও আগের মতো দেখা মিলেছে মঙ্গলের বার্তাবাহী এ যাত্রার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপাচার্য ড. আখতারুজ্জামানের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের হয়। স্মৃতি চিরন্তন হয়ে সেটি ফের টিএসসিতে যায়।
এবারের মঙ্গল শোভাযাত্রা রঙিন হয়েছিল শত শত মুখোশ ও চারটি বড় লোকজ মোটিফে। এর মধ্যে ছিল পাখি, মাছ, ঘোড়া ও টেপা পুতুল।
বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত এ শোভাযাত্রার স্লোগান ছিল ‘নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’। এতে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সীমিত পরিসরের এ আয়োজনে বিভিন্নজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে।
মঙ্গল শোভাযাত্রার নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয় সোয়াতের বিপুলসংখ্যক সশস্ত্র সদস্য।
তাদের সঙ্গে যৌথভাবে নিরাপত্তার দায়িত্বে ছিলেন পুলিশ, র্যাবের অনেক সদস্যও।
তিন দশকের বেশি সময় ধরে বর্ষবরণের অন্যতম আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এ মঙ্গল শোভাযাত্রা। ২০১৬ সালে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে এটি।