মিলিনিয়াম এলাহি ঃ মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যলয়ে রাজশাহী কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শুক্রবার সকালে রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাশিক দত্ত ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জাফর এর নেতৃত্বে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারন সম্পাদক ডাঃ সিরাজুম মবিন সবুজ সহ উপস্থিত মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।
অন্যনদের মধ্যে রাজশাহী কলেজ মুসলিম হোষ্টেল এর ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর এর পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্য রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে দলের
মহানগর কার্যালয়ে সংগঠনের জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন। বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।মহানগর আওয়ামীলীগ অফিসের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামীলীগ ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।