

আসগর আলী সাগরঃ মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর উপলক্ষ্যে আজ শুক্রবার সকাল ৭.১৫ টায় রাজশাহী কোর্ট শহিদ স্মৃতিস্তম্ভে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে পুস্পস্তবক অর্পন করেন।
পরবর্তীতে পুলিশ কমিশনার পুলিশ লাইন্স স্মৃতিস্তম্ভে এবং গণকবরে পুস্পস্তবক অর্পন করে মুক্তিযুদ্ধে আত্মদানকারী পুলিশ সদস্যসহ সকল শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) জনাব সামসুন নাহার, বিপিএমসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।