নাঈম হোসেনঃ রাজশাহী নগরীর ১০ নং ওয়ার্ডের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আফতাব উদ্দিন আহমেদ জাহাঙ্গীর বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ও শহিদ এইচ এম কামারুজ্জামানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করেন।

বুধবার ২০ এপ্রিল সাড়ে ৩ টায় নগরীর কুমারপাড়ার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়। সেই সাথে বিকেল ৪ টায় শহিদ এ এইচ এম কামারুজ্জামান হেনার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম,সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন,মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হক পিন্টু,বোয়ালিয়া (পশ্চিম) আওয়ামী লীগের এর সাংগঠনিক সম্পাদক রাজ্জাক আহমেদ রাজন, রাজশাহী মহানগর ছাত্র লীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সহ-সভাপতি শহীদুল ইসলাম বিপুল, রাজশাহী নগরীর ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলীমুল রাজী মিঠু, সাংগঠনিক সম্পাদক এস এম পিংকু প্রমুখ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *