
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের শাড়ির নাম শুনে নি এমন মানুষ হয়তো বাংলাদেশে পাওয়া যাবে না। টাঙ্গাইলের শাড়ির কদর সারাদেশ জুড়ে রয়েছে। টাঙ্গাইলের তাঁতীরা মনের মাধুরী মিশিয়ে রাঙিয়ে তুলে শাড়ি।যাদের কষ্টের ফসল এই তারা কেমন আছেন ? ঈদ উপলক্ষে কাপড়ের চাহিদা বেড়ে যায়।তাঁতীরা ব্যস্ত সময় পাড় করে শাড়ি উৎপাদনে। দিনরাত রাতের খটখটানিতে মুখর থাকে তাঁতপল্লী। কিন্তু বর্তমানের অবস্থা বিপরীত। দেশে প্রবাহিত হচ্ছে তীব্র তাবদাহ। এর প্রভাবে লোডশেডিং প্রবল আকার ধারণ করেছে।যার ফলে তাঁতীরা শাড়ি উৎপাদন করতে পারছে না।ফলে তাঁতিদের কপালে দুশ্চিন্তার ছাপ। তাঁতী মোঃ রনির সাথে কথা বলে জানা যায়,ঈদের আগে তার যতগুলো শাড়ি উৎপাদনের আশা ছিল তার অর্ধেক শাড়ি উৎপাদন করতে পারবেন কিনা সন্দেহ পোষণ করছেন।ফলে তাদের ঈদের আনন্দে ভাটি পড়েছে।