ভারতের সাথে নৌপথে বাণিজ্যে রাজশাহীর অর্থনীতি গতিশীল হবে,বাড়বে কর্মসংস্থান :মেয়র লিটন

 

পাভেল ইসলাম মিমুল, স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন,রাজশাহী থেকে ভারতের নৌপথে বাণিজ্য চালুর দীর্ঘদিনের প্রচেষ্টার পর তা বাস্তবায়ন হলো। এতে রাজশাহীবাসীর দীর্ঘদিনের আকাঙ্খা পূরণ হলো। স্বাধীনতার পর ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শ্রীমতি ইন্দিরা গান্ধির অভ্যন্তরীণ নৌপথ অতিক্রমণ ও বাণিজ্য প্রটোকল সাক্ষর করেন। সেই চুক্তি অনুযায়ী সুলতানগঞ্জ-ময়া নৌ পথ আবারো চালু হলো। এতে আমরা অত্যন্ত আনন্দিত।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ও ভারতের নৌ প্রটোকলের আওতাভুক্ত রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ পোর্ট অব কল এবং সুলতানগঞ্জ-মায়া নৌপথে পণ্যবাহী নৌযান চলাচলের উদ্বোধন উপলক্ষ্যে বিআইডব্লিউটিএ আয়োজিত সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুধী সমাবেশে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন,পুরো রাজশাহী আর্থিকভাবে পিছিয়ে পড়া এলাকা। এ অঞ্চলে কৃষিপণ্যের বাম্পার ফলন হলেও শিল্পায়ন না হওয়ায় অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে আছি। ভারতের সাথে নৌপথে বাণিজ্যের কারণে আমরা অনেকভাবে লাভবন হব। ভারত থেকে কয়লা,পাথর, ফ্লাইএ্যাশ,সহ বিভিন্ন পণ্য আমদানি করা যাবে। বাংলাদেশ থেকেও বিভিন্ন পণ্য রপ্তানি করা যাবে। এতে রাজশাহীর অর্থনীতি শক্তিশালী হবে,অনেক মানুষের কর্মসংস্থান হবে।

তিনি আরো বলেন,ভারতের সঙ্গে আমাদের দেশের যাতায়াত ব্যবস্থা,বাণিজ্যের ব্যবস্থা এতোটাই উন্নত হয়েছে, আজকে ভারত আমাদের নৌপথ,রেলপথ ও সড়কপথও ব্যবহার করছে। ক্যাপিটাল ড্রেজিং এর মাধ্যমে নদীর নাবত্য ফিরিয়ে এনে মায়া থেকে সুলতানগঞ্জ হয়ে রাজশাহী হয়ে আরিচা পর্যন্ত নৌপথটি চালু হলে ভারত এই পথ ব্যবহার করে তাদের সেভেন স্টার প্রদেশে স্বল্প খরচে পণ্য নিয়ে যেতে পারবে। আমরা এখান থেকে অনেক রাজস্ব পাব। উভয় দেশ সমৃদ্ধ হতে পারবো। সেই পথে আমরা এগিয়ে যাচ্ছি।

রাসিক মেয়র বলেন,গ্লোবাল ভিলেজের এই যুগে বর্তমানে নিজেকে গুটিয়ে রাখা বা আড়াল করে রাখার সুযোগ নাই। সব দেশ নিজেদের বর্ডার প্রতিবেশী দেশের শেয়ার করে মানুষের যাতায়াতের কল্যান,ব্যবসা-বাণিজ্যে লাভবান হতে চায়। আজকে যে নৌপথে নৌযান চলাচল চালু হলো, আগামীতে সময়ের বিবর্তনে বিশাল ক্ষেত্রে পরিণত হবে। সেখানে অজস্র মানুষের কর্মসংস্থান হবে,ব্যবসা-বাণিজ্য বাড়বে। সবকিছু মিলিয়ে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুন্দর বাংলাদেশ গড়ি-এই কামনা করি।

সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সহ স্থানীয় সংসদ সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা।

Related Posts

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সাউন্ড গ্রেনেড হাতে বিএসএফ, কিন্তু কেন ?

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃএবার ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ সীমান্তে সাউন্ড গ্রেনেড হাতে দেখা গেছে। শুধু দেখায় যায়নি চলতি মাসের ১৮ জানুয়ারী শনিবার বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয়রা প্রবেশ করে আম…

বিস্ফোরক মামলায় সাবেক কৃষিমন্ত্রীর জামিন নামঞ্জুর ফের রিমান্ডে

নিজস্ব প্রতিনিধিঃবিস্ফোরক আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদের এক দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।বুধবার (২৭শে নভেম্বর) সকালে মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিছবাহউর রহমানের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

নিজেকে -দেশকে এগিয়ে নিতে বললেন জেলা প্রশাসক আফিয়া আখতার

  • By admin
  • April 17, 2025
  • 120 views
নিজেকে -দেশকে এগিয়ে নিতে বললেন জেলা প্রশাসক আফিয়া আখতার

বাঘায় হত্যা মামলার আসামী কে হাতুরি-রড দিয়ে মেরে আহত

  • By admin
  • April 16, 2025
  • 167 views
বাঘায় হত্যা মামলার আসামী কে হাতুরি-রড দিয়ে মেরে আহত

ইউনিয়ন আ’লীগের সভাপতি বাপ ছেলে, জমি দখলের অভিযোগ

  • By admin
  • April 16, 2025
  • 288 views
ইউনিয়ন আ’লীগের সভাপতি বাপ ছেলে, জমি দখলের অভিযোগ

বাঘায় ইউনিয়ন বিএনপির সভাপতি রন্জুকে শোকজ নোটিশ

  • By admin
  • April 14, 2025
  • 254 views
বাঘায় ইউনিয়ন বিএনপির সভাপতি রন্জুকে শোকজ নোটিশ

মুন্সিগঞ্জে বিএনপির শোভাযাত্রায় নেতাকর্মীদের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন। 

  • By admin
  • April 14, 2025
  • 57 views
মুন্সিগঞ্জে বিএনপির শোভাযাত্রায় নেতাকর্মীদের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন। 

বাঘায় পহেলা বৈশাখ উপলক্ষে  বর্ষবরণ শোভাযাত্রা অনুষ্ঠিত। 

  • By admin
  • April 14, 2025
  • 57 views
বাঘায় পহেলা বৈশাখ উপলক্ষে  বর্ষবরণ শোভাযাত্রা অনুষ্ঠিত।