
নিজস্ব প্রতিবেদকঃ আজ (১ জুলাই) শনিবার রাজশাহী জেলার, মোহনপুর উপজেলায়, ভাতুড়িয়া গ্রামে শর্ট বাউন্ডারি নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।২৯ জুন ভাতুড়িয়া তরুন সংঘের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নমেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। যেখানে গ্রামের ৫ টি দলে ৯ জন করে খেলোয়াড় অংশগ্রহণ করে। প্রতিটি দল প্রতিটি দলের সাথে খেলে ফাইনালে উঠে মিরাজুল ও মোবারকের দল। তিব্র প্রতিদ্বন্দিতা পৃূর্ন ম্যাচে মিরাজুল একাদশ ৮ অভারে করে ৩১ রান তার জবাব দিতে নেমে শুরুটা ভালো করতে পারেনি মোবারক একাদশ একের পর এক উইকেট পতন হতে থাকে। অবশেষে ৯ রানের জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় মিরাজুল একাদশ ও রানার্চ আপ হয় মোবারক একাদশ চ্যাম্পিয়ন ও রানার্চ আপ দলের হাতে পুরুস্কার তুলে দেন ভাতুুড়িয়া তরুন সংঘের সভাপতি আব্দুল আহাদ।
উক্ত সমাপনী অনুষ্ঠানে তরুন সংঘের সভাপতি আব্দুল আহাদ বলেন:”আমাদের এই তরুন সংঘ সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। ভাতুড়িয়া তরুন সংঘ যুবকদের নিয়ে গঠিত যার প্রতিষ্ঠা কাল হচ্ছে ২০১২ সাল। আমরা যেহেতু জীবিকার তাগিদে অনেকেই বাহিরে থাকি তাই সবাই ঈদে একত্রিত হতে পারি, যার দৌলতে আমরা প্রতি ঈদে এমন টুর্নামেন্টের আয়োজন করে থাকি। ইনশাআল্লাহ সামনে ঈদে এবারের চেয়ে অনেক ভালো করে আয়োজন করা হবে সেই প্রচেষ্টা থাকবে সবার। তিনি আরো বলেন যেহেতু আমাদের এটা অরাজনৈতিক সংগঠন তাই আমরা গ্রামের সমস্ত সামাজিক কার্যক্রমে আমরা সর্বদা প্রফুল্লচিত্তে সব কিছু করার চেষ্টা করি,আমরা যেন সবার পাশে থাকতে পারি এবং পরবর্তী প্রজন্মকে সামনের দিকে ভালো কিছু করার উদ্বুদ্ধ করতে এবং মাদক মুক্ত সমাজ গঠনে ভুমিকা রাখতে পারি সেটা আমাদের মূল লক্ষ।” উক্ত ম্যাচে ম্যান অবদা ম্যাচ খো: আলি হোসেন ও সিরিজ হন মো: রাশেদুল ইসলাম।।