নিজস্ব প্রতিবেদকঃ

ব্রাম্মণবাড়িয়ায় জেলা কসবা উপজেলায় ৪-নংখাড়েরা ইউনিয়নের মরহুম চাঁন মিয়ার ছেলে বীর মুক্তিযোদ্ধা মোঃ নসু মিয়া (৬৯) একজন অবসরপ্রাপ্ত পুলিশ কনষ্টেবল, যার কনষ্টেবল নং ১১২৮ । মুক্তিযোদ্ধা সনদ নং -৭৩২১৬, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধাদের তালিকা ( পদ্মা )-নং ৫৯৩ , সরকারি মুক্তিযোদ্ধা ভাতা হতেও তিনি বঞ্চিত । যে দেশে স্বাধীন যোদ্ধ চলাকালীন জন্ম নেয় শিশু ও মুক্তি যোদ্ধা ভাতা পায়।আর সে দেশে একজন প্রকৃত দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা মোঃ নসু মিয়া অন্যের ভুলের খেসারত দিতে হচ্ছে এখন পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা মোঃ নসু মিয়া মৃত্যুর পর তাঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হবে কি না সে বিষয়ে হতাশায় নিমজ্জিত হয়ে গেছেন। প্রতিবেদক এর সংঙ্গে কথা বলতেই তিনি আবেগ প্রভাবিত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন এবং প্রতিবেদকে জানায় আমার সহযোদ্ধা বন্ধুদের সনদ জমা দিতেই চালু হয়েছে তাদের মুক্তি যোদ্ধা ভাতা। খাড়েরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব মোঃ মনিরুজ্জামান মনির বলেন আমি সেই ছাত্র বেলা থেকেই শুনতেছি অবসরপ্রাপ্ত পুলিশ কনষ্টেবল চাচ্ছু একজন বীর মুক্তিযোদ্ধা এবং আরও অনেকেই উনার সংঙ্গে মুক্তিযোদ্ধে অংশগ্রহণ করেছেন। তাদের সকলের ভাতা চালু হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে স্বাধীনতা যুদ্ধের প্রায় ৫৩ বছর পরেও উনারা পার্প্য সম্নানি ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারি তালিকায় অন্তর্ভুক্ত পূর্ণ নিবন্ধনের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব মহোদয় বরাবর ২০০৯ ইং সালে অনলাইনে আবেদন-করে ছিলাম কিন্তু তাঁতে ও পাইনি কোন সমাধান । সহযোদ্ধা বন্ধুদের সনদ ও মুক্তি বার্তা নং নিন্মে উল্লেখ করা হয়েছে, যথাক্রর্মে ১=মোঃ ফুল মিয়া -গেজেট নং ৭০৮১/মুক্তি বার্তা নং ০১১২০০০৮৮০৯/ ভারতীয় তালিকা নং ১০৬৭#-মোবাইল নং ০১৭৯১৩৭৮৮৯৯ । ২নং= মোঃ আব্দুল মান্নান গেজেট নং ৪৭৬৯ / মুক্তি বার্তা নং ০২০৪০২০৮১৫ /ভারতীয় তালিকা নং ৫৯৫ , মোবাইল নাম্বার -০১৮৬২৬৯১৬১ । ৩ নং আবু জায়েদ, গেজেট নং ৬০৮ / মুক্তি বার্তা নং ১৪১১৮০১০২৬৮৯৭ / ভারতীয় তালিকা নং ৫৩৩ / মোবাইল নাম্বার ০১৭৮৬৫৯৩২৬৯ । সকল সনদের কপি উপস্থাপন করা হয়েছে উক্ত বিষয়ে এখন আমি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোমীজননী বঙ্গ মাতা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমাদের বর্তমান অভিভাবক হিসেবে জানি ও মানী, তাইতো আমি অবহেলিত বীর মুক্তিযোদ্ধা মোঃ নসু মিয়া অবসরপ্রাপ্ত পুলিশ কনষ্টেবল, পিতা মরহুম চাঁন মিয়া,গ্রাম খাড়েরা-ইউনিয়ন খাড়েরা-উপজেলা- কসবা জেলা ব্রাম্মণবাড়িয়ায় চট্টগ্রাম বিভাগ থেকে বঞ্চিত বীর মুক্তিযোদ্ধা মোঃ নসু মিয়ার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে