
রায়হান হোসেন : দেশব্যাপী ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হচ্ছে। সেই লক্ষ্যে রাজশাহীতে ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৮ আগস্ট) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত সভায় সভাপতিত্ব করেন শাহানা আখতার জাহান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও (উপ-পরিচালক স্থানীয় সরকার)।
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা অলক কুমার সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা) নাজমুল হুসাইন, জেলা মৎস্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।
এসময় উপস্থিত বক্তারা বলেন, “ আজ থেকে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ শুরু হচ্ছে। ৩ সেপ্টেম্বর পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক এটি পালিত হবে। জাতীয় মৎস্য সপ্তাহের এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’। মৎস্য সপ্তাহের ১ম দিন (২৮ আগস্ট) সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করা হলো। এছাড়াও ২০২০-২১ অর্থ রাজশাহী জেলার মৎস্য সম্পদের মোট আয়তন ৪৫ হাজার ৮১৩ হেক্টর এবং মোট উৎপাদন হয়েছে ৮৩ হাজার ৪৯২ মেট্রিক টন।