বিলুপ্তির পথে ঔষধি গাছ শিমুল

নিউজ ডেস্ক ঃ শীতের পরেই ঋতুরাজ বসন্ত আগমনের সাথে সাথে প্রকৃতিতে লেগেছে তার ছোঁয়া। প্রতিটি গাছেই আসতে শুরু করেছে নতুন পাতা। প্রকৃতিতে দক্ষিণা বাতাসে আমের মুকুলের মৌ মৌ ঘ্রাণে মুগ্ধ চারিদিক। কোকিলের সুমিষ্ট কুহুতালে ফাগুনের উত্তাল বাসন্তী হাওয়া দিচ্ছে দোলা। গাছে গাছে জেগে উঠেছে সবুজ পাতা। মুকুল আর শিমুল ফুল দেখে বোঝা যায় শীত বিদায় নিয়ে এসেছে ফাগুন। ঋতুরাজ বসন্তের আগমনে আবহমান গ্রামবাংলার প্রকৃতিকে রাঙিয়ে ফুটেছে নয়নাভিরাম শিমুল ফুল। কিন্তু কালের বিবর্তনে নড়াইলে আগুন ঝরা ফাগুনে চোখ ধাঁধানো গাঢ় লাল রঙের অপরূপ সাজে সজ্জিত শিমুল গাছ এখন বিলুপ্ত প্রায়। বিগত এক-দেড় যুগ আগেও জেলার বিভিন্ন প্রতিটি গ্রামের অধিকাংশ বাড়ির আনাচে-কানাচে আর রাস্তার ঢালে প্রচুর শিমুল গাছ দেখা যেতো। প্রতিটি গাছে গাছে ফুটিত শিমুল ফুল স্মরণ করিয়ে দিতো বসন্তের। শিমুল গাছের শাখাগুলো বসন্তে আগমনে লাল শাড়ির ঘোমটা পরা গ্রাম্য নববধূর সাজে সজ্জিত হতে দেখা যায়, যা দর্শনে হতাশ প্রেমিকের মনেও জাগিয়ে তোলে আশা। অন্যান্য গাছের তুলনায় শিমুল গাছ অনেক উঁচু হওয়ায় বহু দূর থেকে এ মনোরম দৃশ্য চোখে পড়ে। জোয়ার এনে দেয় কবির কল্পনার জগতে। কেবল সৌন্দর্যই বিলায় না শিমুল গাছের রয়েছে নানা উপকারিতা ও অর্থনৈতিক গুরুত্ব¡। জানা যায়, প্রাকৃতিক ভাবে তুলা আহরণের অন্যতম অবলম্বন শিমুল গাছ। এ গাছের সব অংশেরই রয়েছে ভেষজগুণ। আয়ুর্বেদিক চিকিৎসকরা এখনো নানা রোগের চিকিৎসায় এ গাছের বিভিন্ন অংশ ব্যবহার করে। শিমুল গাছের বৈজ্ঞানিক নাম “বোমবাক্স সাইবা লিন”। এটি বোমবাকাসিয়াক পরিবারের উদ্ভিদ। বীজ ও কারের মাধ্যমে এর বংশবিস্তার হয়। রোপণের ৬-৭ বছরের মধ্যে শিমুল গাছে ফুল ফোটে। ৯০ থেকে ১০০ ফুট পর্যন্ত লম্বা হয়। সেই তুলনায় বেশ মোটাও হয়। নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে শিমুল গাছ দেড়শ বছর পর্যন্ত বেঁচে থাকে। শীতের শেষে পাতা ঝরে পড়ে। বসন্তের শুরুতেই গাছে ফুল ফোটে। আর এ ফুল থেকেই হয় ফল। চৈত্র মাসের শেষের দিকে ফল পুষ্ট হয়। বৈশাখ মাসের দিকে ফলগুলো পেকে শুকিয়ে গিয়ে বাতাসে আপনা আপনিই ফল ফেটে প্রাকৃতিকভাবে তুলার সাথে উড়ে উড়ে দূর-দূরান্তে ছড়িয়ে পড়া বীজ থেকেই এর জন্ম হয়। অন্যান্য গাছের মত এ গাছ কেউ শখ করে লাগায় না। নেওয়া হয়না কোন যত্ন। অযত্ন আর অনাদরে প্রাকৃতিকভাবেই গাছ বেড়ে ওঠে। এ গাছের প্রায় সব অংশই কাজে লাগে। এর ছাল, পাতা ও ফুল গবাদিপশুর খুব প্রিয় খাদ্য। বালিশ, লেপ ও তোষক তৈরিতে শিমুল তুলার জুড়ি নেই। অথচ বর্তমানে মানুষ এ গাছকে তুচ্ছ মনে করে কারণে অকারণে কেটে ফেলছে। অতীতে ব্যাপকহারে নির্মাণ কাজ, টুথপিকসহ নানা ধরনের প্যাকিং বাক্স তৈরি ও ইটভাটার জ্বালানি হিসেবে ব্যবহার হলেও সেই তুলনায় রোপণ করা হয়নি। ফলে আজ বিলুপ্তির পথে প্রকৃিত রুপকন্য শিমুল। শিমুল গাছ উজাড় হওয়ার ফলে পরিবেশের উপরে পড়েছে নেতিবাচক প্রভাব। এ গাছ অনেক উঁচু হওয়ায় কাক, কোকিল, চিল, বকসহ বিভিন্ন ধরনের পাখি বাসা বেঁধে বসবাস করত। এ গাছ উজাড় হওয়ার ফলে এসব পাখিরা আবাসস্থল্ হারিয়ে ফেলেছে। গাছ না থাকায় আবাসস্থলের অভাবে ধীরে ধীরে এসব পাখিরাও হারিয়ে যাচ্ছে। উপজেলার বুইচাকাঠী গ্রামের প্রবীণ ব্যক্তি মোঃ করম আলী বলেন, আগে গ্রামে প্রচুর শিমুল গাছ ছিল। এই শিমুল ঔষধি গাছ হিসেবেও পরিচিত। গ্রামঞ্চলের মানুষ বিষফোঁড়া ও কোষ্ঠকাঠিন্য নিরাময়ে এ গাছের মূল ব্যবহার করত। একই গ্রামের প্রবীণ ব্যক্তিরা বলেন, একটি বড় ধরনের গাছ থেকে তুলা বিক্রি করে ১০-১২ হাজার টাকা আয় করা সম্ভব। আগের তুলনায় এখন শিমুলের তুলার দাম অনেক বেড়ে গেছে। এর পরও এই গাছ নিধন হচ্ছে প্রতিনিয়ত। তাই শিমুল গাছ রক্ষায় এখনই ব্যবস্থা না নিলে এক সময় উপকারী গাছের তালিকা থেকে এ গাছটি হারিয়ে যাবে। ভবিষ্যৎ প্রজন্ম হয়তো জানতেও পারবে না বাংলার মাটিতে শিমুল নামের কোন গাছ ছিল।

  • admin

    Related Posts

    যশোর পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

    নিজস্ব প্রতিনিধিঃ অদ্য ১৮/০৯/২০২৪ খ্রিঃ সকাল ১১.৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে যশোর পূজা উদযাপন পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপার জনাব মোঃ জিয়াউদ্দিন…

    প্রাক্তন অ্যাডিশনাল ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম এর জানাজা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিনিধিঃ প্রাক্তন অ্যাডিশনাল ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম (বিসিএস-১৯৭৩ ব্যাচ) আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.) বেলা ০১:৪৫ ঘটিকায় রাজধানীর কাঁঠালবাগানস্থ নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

    • By admin
    • September 20, 2024
    • 6 views
    ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

    চারঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও উপকরণ বিতরন অনুষ্ঠিত

    • By admin
    • September 18, 2024
    • 17 views
    চারঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও উপকরণ বিতরন অনুষ্ঠিত

    যশোর পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

    • By admin
    • September 18, 2024
    • 34 views
    যশোর পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

    আজ কঠোর নিরাপত্তার মধ্যে ভারতের জম্বু ও কাশ্মীরের বিধানসভার প্রথম দফায় ভোট চলছে

    • By admin
    • September 18, 2024
    • 26 views
    আজ কঠোর নিরাপত্তার মধ্যে ভারতের জম্বু ও কাশ্মীরের বিধানসভার প্রথম দফায় ভোট চলছে

    প্রাক্তন অ্যাডিশনাল ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম এর জানাজা অনুষ্ঠিত

    • By admin
    • September 17, 2024
    • 32 views
    প্রাক্তন অ্যাডিশনাল ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম এর জানাজা অনুষ্ঠিত

    ঢাকায় ডাটাস্কেপ রিসার্চ এন্ড কনসাল্টেন্সি লিমিটেড আয়োজিত “আগামীর উন্নয়ন ভাবনায় কর্মসংস্থান ও শ্রমবাজার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

    • By admin
    • September 17, 2024
    • 107 views
    ঢাকায় ডাটাস্কেপ রিসার্চ এন্ড কনসাল্টেন্সি লিমিটেড আয়োজিত “আগামীর উন্নয়ন ভাবনায় কর্মসংস্থান ও শ্রমবাজার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত