
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ২টি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলিসহ ১ জন কে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার তিলকী এলাকার মোছা. নাজিরা খাতুন ও খাইরুল ইসলাম এর ছেলে নাদিম আলী (২১)।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ আগষ্ট শনিবার বিকেল ৫ টার দিকে শিবগঞ্জ উপজেলার ২নং শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া বাজার ৩ নং ওয়ার্ডের মৃত মনিরুল ইসলামের বাড়ীর সামনে আম গাছের নীচে অভিযান পরিচালনা করে অস্ত্র গুলিসহ নাদিম কে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান, পুলিশ সুপার মোছা. নাজলী সেলিনা ফেরদৌসি এবং স্কোয়াড কমান্ডার মো. ওমর আলীর নেতৃতে সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাদিম দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।