নিজস্ব প্রতিনিধি ঃ মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী সিটি করপোরেশনের ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনারের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ ডিসেম্বর সন্ধ্যায় নগরীর তেরখাদিয়া এলাকায় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশ করেন শিল্পীরা।
রাজশাহী সিটি কর্পোরেশন এর ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও ১৪ নং ওয়ার্ড পশ্চিম আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনার উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ড পশ্চিম আওয়ামীলীগের সহ সভাপতি ও তেরখাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত কাদির কুমকুম, কাউন্সিলর আনারের সহধর্মিণী অনজনা বেগম, ব্যবসায়ী বাবুল আকতার, রবিউল ইসলাম প্রমুখ।