রাজশাহী প্রতিনিধি : বাংলাদেশের জাতীয়তাবাদী দলের আয়োজনে আগামী ৩রা ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণ সমাবেশ সফল করার লক্ষ্যে রবিবার (২০ নভেম্বর) পুঠিয়া উপজেলা অধীনস্থ বেলপুকুর, বানেশ্বর বাজার, সহ বিভিন্ন স্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের এর যুগ্ম সম্পাদক মাহমুদা হাবীবা নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব আকুল হোসেন মিঠু, মোঃ আসাদুজ্জামান আসাদ যুগ্ন আহবায়ক রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল, যুগ্ন আহ্বায়ক শাহাদাত হোসেন রনি জেলা কৃষক দল, জানে আলম অভি, বাবলু, দপ্তর সম্পাদক শামীম হোসেন জেলা কৃষক দল, সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের এর নেতৃবৃন্দ। এসময় উপস্থিত নেতৃবৃন্দ বিভিন্ন এলাকায় বিভাগীয় গণসমাবেশকে সফল করার জন্য সকলকে উপস্থিত হবার আহবান জানান।
উল্লেখ যে আগামী ৩ রা ডিসেম্বর ২০২২ রাজশাহী বিভাগীয় গণসমাবেশের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)। গণ সমাবেশ উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মীরা প্রচার প্রচারনায় ব্যস্ত।