নিজস্ব প্রতিনিধি ঃ রাজধানীর যাত্রাবাড়ীতে বিস্ফোরণে দগ্ধ হয়ে এক দম্পতির মৃত্যুর পর এবার তাদের একমাত্র মেয়ে শিশু ফাতেমা আক্তারও মারা গেছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৭টার দিকে দুই বছর বয়সী এই শিশুটির মৃত্যু হয়েছে।

এর আগে রোববার ভোরে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিশুটির বাবা ও মা। তারা হলেন ৩০ বছর বয়সী আব্দুল করিম ও তার স্ত্রী ২৫ বছর বয়সী মোছা. খাদিজা আক্তার।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন আইয়ুব হোসেন জানান, দগ্ধ বাবা-মায়ের মৃত্যুর পর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন দুই বছর বয়সী ফাতেমাও মারা গেছে।

তিনি জানান, ফাতেমার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ ছিল। রোববার দুই ঘণ্টার ব্যবধানে তার বাবা-মা মারা যায়। পরিবারটির তিন সদস্যের কেউই রইল না।

গত ২০ এপ্রিল রাত সাড়ে ৩টার দিকে যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকার একটি বাসায় বিস্ফোরণে দগ্ধ হন এই তিনজন। তাদের ওই দিন ভোর ৫টার দিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার পর প্রথমে হতাহতদের স্বজনরা জানিয়েছিলেন, বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন তারা। তবে পরে পুলিশ ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের তদন্তে জানা যায়, রান্নঘরে জমে থাকা গ্যাসে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আব্দুল করিমের ভাই কামাল হোসেন বলেন, ‘কোনাপাড়া এলাকায় একটি মুদির দোকান চালাতেন আমার ভাই। সেহরির খাবার রান্নার সময় ২০ এপ্রিল হঠাৎ তাদের বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরিত হয়। এতে আমার ভাবি-ভাই ও দুই বছরের শিশুকন্যা দগ্ধ হয়।’

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *